শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঈদ শেষে দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ভিড়

আপডেট : ১৬ মে ২০২১, ১৩:০৩

ঈদ শেষে রবিবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে কর্মমুখী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। গ্রামের বাড়িতে স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে কাজে যোগ দিতে করোনা সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বাড়ছে কর্মমুখী মানুষের ভিড়। গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন ব্যক্তিগত ছোট গাড়ি, মোটরসাইকেল, মাহিন্দ্র ও ব্যাটারিচালিত অটোরিকশায় দৌলতদিয়া ঘাটে আসছে ঢাকামুখী মানুষ।  

ছবি: ইত্তেফাক

সরেজমিন দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, রবিবার বেলা বাড়ার সাথে সাথে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কর্মমুখী মানুষের ভিড় বাড়তে শুরু করছে। জীবন জীবিকার তাগিদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার শ্রমজীবী মানুষ গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত গাড়ি মাইক্রোবাস, প্রাইভেটকার, ব্যাটারিচালিত অটোবাইক, মোটরসাইকেল ও মাহেন্দ্রযোগে অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া ঘাটে এসে নদী পার হয়ে ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় কর্মস্থলে যাচ্ছে। পাশাপাশি ঢাকা থেকেও আসছে অসংখ্য যাত্রী। করোনা দুর্যোগকালে যাওয়া-আসার এই প্রতিযোগিতায় সামাজিক দূরত্ব মানা তো দুরের কথা বরং গাদাগাদি করে ফেরিতে উঠছেন ।

ঢাকাগামী কয়েকজন যাত্রী জানান, পরিবারের সাথে ঈদ করে ঢাকায় ফিরছি, পরিবহন বন্ধ থাকায় যানবাহন বদলে ছোট গাড়িতে অতিরিক্ত ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে ঘাটে এসে পৌঁছেছি। এমনিতেই করোনা সংক্রমণের ভয় রয়েছে তবুও পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পেরে ভালো লেগেছে।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, এই নৌপথে ছোট-বড় ১৬টি ফেরি ফেরি সচল রয়েছে।

ইত্তেফাক/এএএম