বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সৈয়দপুরে মোটরসাইকেলে বেপরোয়া চলাচল

আপডেট : ১৮ মে ২০২১, ১১:৪৮

সৈয়দপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছে তরুণরা। ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা। এতে করে প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় গত এক বছরে ২৭টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, শহরের পার্বতীপুর সড়ক, বিমানবন্দর সড়ক, বাইপাস সড়কসহ বিভিন্ন পয়েন্টে বিকেল হলেই এই বেপরোয়া মোটরসাইকেল চলাচল শুরু হয়। চলে রাত অবধি। চালকদের বেশির ভাগের বয়স ১৫-২০ বছরের মধ্যে।

এ বিষয়ে সৈয়দপুর থানার ট্রাফিক ইন্সপেক্টর নাহিদ পারভেজ চৌধুরী বলেন, অধিকাংশ অপ্রাপ্ত বয়স্ক তরুণরা অন্যের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছেন। এ ব্যাপারে অভিভাবককে সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি।

ইত্তেফাক/এমআর