বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় ব্যস্ততা নেই চাটমোহরের পাখা গ্রামে

আপডেট : ০৮ জুন ২০২১, ১৪:০২

চাটমোহর উপজেলার পাখা গ্রাম বলে খ্যাত মূলগ্রাম ইউনিয়নের মহেষপুর গ্রামে হাতপাখা কারিগরদের এখন ব্যস্ততা নেই।

গত বছরও এই গ্রামের ৫০টির অধিক পরিবার তালপাখা তৈরি করে জীবিকা নির্বাহ করলেও করোনার কারণে বিক্রি না থাকায় এখন অনেকে পেশা বদল করেছেন। করোনাকালীন সময়ে তারা দিনমজুরি করে দিনাতিপাত করছে।

No description available.

ঐ গ্রামের হাতপাখা কারিগর আ. কাদের ও তার স্ত্রী বেদেনা খাতুন জানান, করোনার সময় আমরা কোনো অনুদান পায়নি।

আ. কাদের আরও জানান, একেকটি পাখা তৈরি করতে পাঁচ টাকা খরচ হয়। বিক্রি হয় সাত-আট টাকায়। এখন ব্যাপারীরা না আসায় বিক্রি বন্ধ।

ইত্তেফাক/এমআর