শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুজানগরে কমছে কামারশিল্পী

আপডেট : ০৯ জুন ২০২১, ০৯:৩৬

লোহা, ইস্পাত এবং কয়লাসহ প্রয়োজনীয় উপকরণের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সুজানগরে দিনদিন কমছে কামারশিল্পী। 

কাকিয়ান গ্রামের শম্ভুনাথ কর্মকার জানান, একসময় উপজেলায় ৫০০ কামার পরিবার ছিলো। বর্তমানে লোহা, ইস্পাত এবং কয়লাসহ প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় দিনের পর দিন কমছে কামারশিল্পী। উপজেলায় এখন ২০০ পরিবার কামারশিল্পীও নেই। এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন স্বল্প সুদে সরকারি ঋণসহায়তা।

লোহা-হাতুড়ির টুং টাং শব্দে মখুরিত রাণীনগরের কামার পাড়াগুলো

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী বলেন, উপজেলার কামারশিল্পীরা যেন ঋণসহায়তা পান সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/কেকে