শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আসামির ছুরির আঘাতে আহত ২ পুলিশ সদস্য

আপডেট : ১০ জুন ২০২১, ০১:০৫

রাজশাহীর চারঘাটে ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে মডেল থানার দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আসামিরা ওই দুই এএসআইকে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বুধবার (৯ জুন) দুপুরে উপজেলার থানাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে চারঘাট থানাকে মডেল থানায় রুপান্তর

পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি আলমগীর হোসেনের ছেলে ফারুককে (৩০) গ্রেফতার করতে যান মডেল থানার দুই এএসআই। আসামির নিজ বাসায় গ্রেফতার করার সময় ফারুক চাকু দিয়ে দুই এএসআইকে আঘাত করে কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই এএসআই আশরাফুল ইসলাম এবং ফরোয়ার হোসেনেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

আহত এএসআই আশরাফুল বলেন, আসামি ফারুক নিজ বাসায় কাজ করছে এমন সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করতে গেলে পরিবারের সদস্যদের সহায়তায় চাকু দিয়ে আমাদেরকে আঘাত করে পালিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে থানায় একটি মামলা হবে। 

ইত্তেফাক/জেডএইচডি