মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাড়ির ছাদে বিশ্বের সবচেয়ে দামি আম ‘মিয়াজাকি’

আপডেট : ১৯ জুন ২০২১, ০৬:৪৪

‘সূর্যডিম’ একটি উন্নত জাতের আম। এই আমকে মিয়াজাকি, রেড ম্যাঙ্গো অথবা এগ অব দ্য সানও বলা হয়। বিশ্বে সবচেয়ে দামি এ আমটি ফলেছে রংপুর মহানগরীর সৌখিন মহিউদ্দিন আলমগীর তোতা মিয়ার ছাদবাগানে। 

পাহাড়ি ঢালুতে গাছে গাছে ঝুলছে লাল ‘মিয়াজাকি’ আম

তিনি জানান, যেখান থেকে চারা নিয়েছি তারা বলেছে, প্রতিটি আমের ওজন কমপক্ষে ৭০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর প্রতি কেজি আমের বাজার মূল্য লক্ষাধিক টাকা। সরজমিনে তার বাসার ছাদে টবের মধ্যে ছয়টি সূর্যডিম আম ঝুলতে দেখা যায়। 

রংপুর অঞ্চলের কৃষি বিভাগের উপ-পরিচালক মো. মাহবুবর রহমান জানান, রংপুর অঞ্চলে এ জাতের আমের বাগান নেই। তবে অনেকে ছাদে এ আমের চাষ করছেন।

ইত্তেফাক/কেকে