বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৩ জুন ২০২১, ১৭:১২

ময়মনসিংহের গৌরীপুরে এক মাদরাসাছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার (২২ জুন) নির্যাতিত ছাত্রের বাবা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলাটি দায়ের করেন।

 অভিযুক্ত শিক্ষকের নাম মো. সোহেল রানা (৩৫)। সে উপজেলার সিধলা ইউনিয়নের চারআনী উত্তরপাড়া গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে এবং একই ইউনিয়নের ডেংগা গ্রামের বায়তুল নূর নূরানীয়া হাফিজিয়া মাদরাসাশিক্ষক।

পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, মো. সোহেল রানা উপজেলার সিধলা ইউনিয়নের ডেংগা গ্রামের বায়তুল নূর নূরানীয়া হাফিজিয়া মাদরাসায় শিক্ষকতা করেন। নির্যাতিত ছাত্রটি ওই মাদরাসায় হেফজখানায় পড়াশোনা করে। মাদরাসায় থাকাকালীন সময়ে শিক্ষক সোহেল রানা কিছুদিন পরপর বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই ছাত্রকে ফুসলিয়ে মাদরাসার টিনশেড ঘরে নিয়ে বলাৎকার করতো। 

সর্বশেষ গত ১৩ জুন সোহেল রানা ওই ছাত্রকে টিনশেড ঘরে নিয়ে বলাৎকার করে এবং ঘটনা কাউকে জানালে ওই ছাত্রকে মাদরাসা থেকে বহিষ্কারের হুমকি দেয়। পরে নির্যাতনের শিকার ছাত্র মাদরাসা থেকে পালিয়ে এসে ঘটনা পরিবারকে জানায়। পরে ওই ছাত্রের বাবা বাদী হয়ে মঙ্গলবার গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। আসামিকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ইত্তেফাক/জেডএইচডি