শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গৃহকর্মীকে নির্যাতন, পরিবেশ অধিদফতরের পরিচালকের স্ত্রী থানায়

আপডেট : ২৩ জুন ২০২১, ১৯:৫১

কিশোরী গৃহকর্মীকে বাথরুমে তালাবদ্ধ করে নির্যাতনের অভিযোগ ওঠেছে সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালকের স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে বুধবার (২৩ জুন) বিকেলে সিলেটের শাহপরাণ থানায় নিয়ে গেছে পুলিশ।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, সিলেট নগরীর শাহজালাল উপশহরের ই-ব্লকের ২১ নম্বর বাসায় (ফিরোজা মঞ্জিল) পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের বাসার বাথরুমে কিশোরী গৃহকর্মী রুনা আক্তারকে তালাবদ্ধ করে নির্যাতন করার অভিযোগ পাওয়া যায়। বাথরুমে তালাবদ্ধ রুনা আক্তারের চিৎকার ও কান্না শুনে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঐ বাসায় গিয়ে তালাবদ্ধ বাথরুম থেকে রুনা আক্তারকে উদ্ধার করে।

অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের স্ত্রীকেজিজ্ঞাসাবাদের জন্য বিকেল সাড়ে ৪টার দিকে শাহপরাণ থানায় নিয়ে যাওয়া হয়।

ইত্তেফাক/জেডএইচডি