বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জমি নিয়ে বিরোধ: মধ্যযুগীয় কায়দায় নারীকে হত্যা

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৫:৪৭

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামে জমি সংক্রান্ত বিরোধে জের ধরে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতনে কোহিনুর বেগম (৪০) খুন হয়েছেন। 

জানা গেছে, গত শুক্রবার ১০টা থেকে ইউনুস মাতুব্বর ও তার ছেলে জাহিদ মাতুব্বরের নেতৃত্বে উক্ত মহিলাকে ৫ ঘণ্টা শারীরিক নির্যাতন চালায় বলে এলাকাবাসী জানান। কোহিনুর বেগম প্রাণ রক্ষার্থে পার্শ্ববতী লিপি আক্তারের বাথরুমে পালালে সেখান থেকে জাহিদ দরজা ভেঙ্গে বের করে। পরে কোহিনুর পুকুরের পানিতে ঝাঁপ দিয়েও প্রাণে বাঁচতে পারেননি। আবারো পুকুর থেকে কোহিনুরকে উঠিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন চালিয়ে খুন করে নিশ্চিত হয়।


 
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান, কোহিনুর ও ইউনুস মাতুব্বরের সাথে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে কোহিনুরের লাশ উদ্ধার করি। লাশ সুরতহাল করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার গায়ে মারপিটের চিহ্ন রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত হত্যা মামলার প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/এসজেড