বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৬:৩১

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ডাকাত সর্দার ও মাদক কারবারি কলিমুল্লাহ ডাকাত গ্রুপের প্রধান করিম ডাকাত ওরফে কলিমুল্লাহ (৩২) র‍্যাব এর সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। 

এসময় ঘটনাস্থল থেকে দুইটি দেশে তৈরি অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‍্যাব।

উদ্ধারকৃত অস্ত্র। ছবি: ইত্তেফাক

সোমবার (১৯ জুলাই) ভোররাতে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে সংলগ্ন পাহাড়ি এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।

নিহত রোহিঙ্গা ডাকাত করিম উল্লাহ লম্বাশিয়া ক্যাম্পের নির আহমেদের ছেলে।

র‍্যাব কর্মকর্তা আজিম জানান, কুতুপালং ক্যাম্প এলাকায় একটি রোহিঙ্গা ডাকাত দল অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র‍্যাব-১৫। এসময় র‍্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দল গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি চালায়। পরে ওই স্থান তল্লাশি করে দুইটি অস্ত্র চার রাউন্ড গুলি ও ডাকাত সর্দার করিম উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।

ইত্তেফাক/এএএম