শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঈদের আগের রাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

আপডেট : ২১ জুলাই ২০২১, ০১:২৯

ঈদের আগের রাতে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে বালুখালী শিবিরের ৯ নম্বর ক্যাম্পের বি-ব্লকে এ ঘটনা ঘটে।

এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া না গেলেও ৩০ থেকে ৪০টি ঝুপড়ি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার-৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, দমকল কর্মী ও এপিবিএন সদস্যদের সহযোগিতায় খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এর আগে ৩০ থেকে ৪০টির মতো ঘর পুড়ে গেছে।

তিনি আরও বলেন, এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কিভাবে তা জানতে একটু সময় লাগবে।

এর আগে ২২মার্চ বালুখালী রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয় বলে জানায় রোহিঙ্গা শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এ ছাড়াও ওই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাস্তুচ্যুত হয় এবং বিদ্যালয় ও খাদ্য সঞ্চয় কেন্দ্রসহ অনেক ভবন আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় স্থানীয়রা।

ইত্তেফাক/জেডএইচডি