শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মহেশখালীতে মা-সন্তানসহ চারজনের বিষপান, কিশোরীর মৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০২১, ১৫:৫৭

কোরবানির মাংস নিয়ে কথা কাটাকাটির জেরে একই পরিবারের চারজন বিষপান করেছে। এদের মধ্যে মায়নুর (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বাকিরা কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

বুধবার (২১ জুলাই) কোরবানির ঈদের রাত ১১টার দিকে মহেশখালী উপজেলার সিপাহীপাড়া এলাকায় ইয়ার মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ইয়ার মোহাম্মদের বোনের বাড়ি থেকে কোরবানির মাংস দেওয়া হলে সেটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়। এর জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে রাত ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে সন্তান রাকিব (৫), নাফিজা (৩), মায়নুরকে (১৪) বিষ খাইয়ে নিজেও বিষপান করেন মুরশেদা আক্তার। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে চারজনকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়।

কোরবানির মাংস নিয়ে ঝগড়ার জেরে চারজনের বিষপান, কিশোরীর মৃত্যু

স্থানীয় ইউপি সদস্য জাকারিয়া হোসেন জানান, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মায়নুরকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। 

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আবদুর রহমান বলেন, বিষপান করা মা-সন্তানসহ তিনজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা আপাতত শঙ্কামুক্ত।

 

ইত্তেফাক/ইউবি