বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চাঁপাইনবাবগঞ্জের তহাবাজারে আগুন

আপডেট : ২২ জুলাই ২০২১, ২৩:৩৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র তহাবাজারে আগুন লেগে অন্তত ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকালে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে তহাবাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় আগুনের লেলিহান দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জেলা সদরের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় আরও ৪০টি দোকানের মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। পরে জেলার শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও গোদাগাড়ীর  ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট ৩ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস রাজশাহী বিভাগীয় অফিসের উপ-পরিচালক মো. আব্দুর রশিদ জানান, ছোট-বড় মিলিয়ে ৩০ থেকে ৩৫টি দোকান আগুনে পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। আগুনে পুড়ে যাওয়ার মধ্যে মুদি, মনোহরী দোকান, রেডিমেড পোশাকসহ অন্যান্য দোকান ছিল।

ইত্তেফাক/জেডএইডি