শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চট্টগ্রামে ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কা, আশ্রয়কেন্দ্র ১০৫ পরিবার

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৭:৫৬

চট্টগ্রামে গত ৪ দিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেইসাথে পাহাড়ধসের আশঙ্কা সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যে নগরীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরত ১০৫ পরিবারের ৪ শতাধিক সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা জানানো হয়েছে। তাদেরকে নগরীর ৪ টি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে ২৫ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

চট্টগ্রামে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত

চট্টগ্রামে বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। 

Times of Chattogram

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল ইত্তেফাককে জানান, শুক্রবার বেলা ১১টা পর্যন্ত চট্টগ্রামে অতিভারী বর্ষণ হতে পারে এবং সেই সাথে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। 

হালকা বৃষ্টিতে চট্টগ্রামের নিম্মঞ্চল পানির নিচে

এদিকে, ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। নগরীর চকবাজার, কাপাসগোলা, রাহাত্তারপুল, চাদগাঁও, বাকলিয়া, চাক্তাই, বহদ্দারহাট, মুরাদপুর, প্রবর্তক মোড়, আগ্রাবাদের এক্সেস রোড, মা-শিশু ও জেনারেল হাসপাতাল এবং হালিশহরের নিচু এলাকায় রাস্তায় পানি জমে যায়। লকডাউনের কারণে গণপরিবহণ বন্ধ থাকায় বৃষ্টি মাথায় নিয়ে কর্মস্থলে যেতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। রিকশাচালকরা বৃষ্টির অজুহাত দেখিয়ে ইচ্ছামত ভাড়া দাবি করেন। নগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টি মাথায় নিয়েই লোকজনকে গন্তব্যে যেতে দেখা যায়। রাস্তায় পানি জমে থাকায় পথচারীদের বেগ পেতে হয়। 

ইত্তেফাক/এমএএম