শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৬৮ মোমবাতি জালিয়ে ৬ বছর পূর্তি পালন বিলুপ্ত ছিটমহলবাসীর

আপডেট : ০১ আগস্ট ২০২১, ০৩:৩৮

অর্ধ যুগ পেরিয়ে জীবনের ৬৮ বছরের যন্ত্রণাদায়ক গ্লানি থেকে মুক্তি পেয়েছিলো বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াবাসী। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে ছিটমহল বিনিময়ের ৬ বছর পূর্তি পালন করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দারা। 

ঐতিহাসিক দিনটি ঘিরে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ৩১ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি প্রজ্বলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন সাবেক ছিটমহল আন্দোলনের নেতারা। 

তৎকালীন ছিটমহল বিনিময় আন্দোলন কমিটির আয়োজনে সমন্বয় পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ জুলাই রাত ১২.০১ মিনিটে ৬৮ টি মোমবাতি জ্বালিয়ে কেক কেটে অনুষ্ঠান শুরু করে। এরপর আলোচনায় বক্তব্য রাখেন ছিটমহল বিনিময় আন্দোলনের অন্যতম নেতা মইনুল ইসলাম, গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, রফিকুল ইসলাম, সমন্বয় পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, ফজিলাতুন্নেছা সরকারি দাখিল মাদরাসার অধ্যক্ষ আমিনুল ইসলামসহ প্রমুখ। এর আগে ওই মঞ্চে রাত সাড়ে ১০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান করে দাসিয়ারছড়াবাসী। এছাড়া আরও দুটি স্থানে কর্মসূচিতে অংশ নেন স্থানীয়রা।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ জুলাই মধ্য রাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে মুজিব-ইন্দিরা স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দিন বাংলাদেশের অভ্যন্তরের ১১১টি ছিটমহল এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১ টি ছিটমহল দুই-দেশের ভূখণ্ডে যুক্ত হয়। দীর্ঘ ৬৮ বছরের বঞ্চনার পর ১৬২টি ছিটমহল একীভূত হয়ে নাগরিকত্ব লাভ করেন এবং তারা বাংলাদেশ-ভারতের নাগরিক হবার সুযোগ পান। 

ইত্তেফাক/এমএএম