শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২২:৩৫

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল হক নুর (৪৫) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। তিনি ডাকাত নুর নামে পরিচিত ছিলেন বলে জানিয়েছেন র‍্যাব। বন্দুকযুদ্ধকালে সিপিএ মো. ইয়াছিন (২৮), কনস্টেবল মো. মাহফুজুল আলম (৩০) নামের র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫টি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব দাবি করেছে। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোরে দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত আবুল বশরের ছেলে। কক্সবাজার র‌্যাব-১৫ এর কর্মকর্তা মেজর মেহেদী হাসান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, ভোরে র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি টিম ডাকাত নুরুল হকের আস্তানায় অভিযানে গেলে র‌্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত গ্রুপের সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে নুরুল হককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এসজেড