শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেলো ৭০ পরিবার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৬

পিরোজপুরের কাউখালীতে অস্বচ্ছল ও কর্মহীন ৭০ পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। তারা ৩৩৩ নম্বরে ফোন করার পর এসব খাদ্য সহায়তা পেয়েছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে ৭০টি পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।
 
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি ডাল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেয়া ৩৩৩ নম্বরে মাত্র একটি কলেই মিলেছে ত্রাণ সামগ্রী।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, আগেও আমরা কর্মহীন মানুষকে সহযোগিতা করেছি। ৩৩৩ নম্বরে ফোন করলে বিষয়টিতে আমরা গুরুত্ব দেই। যাচাই-বাছাই করে প্রকৃত অসহায়দের খাদ্য সহায়তা করা হয়। এটি একটি চলমান প্রক্রিয়া। 

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম. সাইফুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী আসাদ সাকির উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এসজেড