বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নোয়াখালীতে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৪০

নোয়াখালীতে সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে বুধবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক পূর্ব প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। জার্মান রেড ক্রসের সহযোগীতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিট এ কর্মশালার আয়োজন করে। 

মাইজদীর হোয়াট হলে অনুষ্ঠিত এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসন মোহাম্মদ খোরশেদ আলম খান। 


রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে এ কর্মশালায় অংশগ্রহণ করেন নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাছির উদ্দিন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা জাহিদ হাসান খান, সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার, কোম্পানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর, জেলা রেড ক্রিসেন্টর জেলা ইউনিটের উপ পরিচালক এম এ করিম। কর্মশালার  সমন্বয়কারী ছিলেন জাতীয় রেডক্রিসেন্টর সহকারী পরিচালক শাহজাহান সাজু।

ইত্তেফাক/এসজেড