শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গৌরীপুরে বাঁশের খুঁটিতে বিদ্যুৎ লাইন, আতঙ্কে স্থানীয়রা 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৫

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালীহর গ্রামে বাঁশের খুঁটিতে বিদ্যুৎ সঞ্চালন লাইন বসিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।  প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বাঁশের খুঁটি দিয়ে গ্রামের ভেতর বিদ্যুৎ সরবরাহ করায় প্রাণহানির আশঙ্কা করছে গ্রামবাসী। তাদের অভিযোগ, বিদ্যুৎ সঞ্চালন লাইনের বাঁশের খুঁটি পরিবর্তন করে সিমেন্টের খুঁটি বসানোর জন্য বারবার পিডিবিকে বলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা গেছে, শালীহর গ্রামের নয়াপাড়া জামে মসজিদ এলাকায় পিডিবির বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সিমেন্টের খুঁটি রয়েছে। সেই খুঁটি থেকে গ্রামের পিচঢালা পথের পাশ দিয়ে নিমতলী বাজার পর্যন্ত বিদ্যুৎ নিতে প্রায় এক কিলোমিটার এলাকায় বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছে। আর ওই লাইন থেকে অর্ধশতাধিক গ্রাহক সড়ক ও ফসলি জমিতে বাঁশের খুঁটি পুতে ঝুঁকিপূর্ণভাবে তার টেনে বাড়ি ও সেচের জন্য বিদ্যুৎ সংযোগ নিয়েছে। 

No description available.

বাঁশের খুঁটিতে বিদ্যুতের লাইন। ছবি; ইত্তেফাক

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে বাঁশের খুঁটিগুলো নড়বড়ে হয়ে পড়েছে। বৈদ্যুতিক তারের ভারে বাঁশের অনেক খুঁটিই হেলে পড়েছে। কোথাও আবার হেলে থাকা বাঁশের খুঁটি ঠেকনা দেওয়া হয়েছে অন্য একটি বাঁশ দিয়ে। এই অবস্থায় যেকোনো মুহূর্তে খুঁটি ধসে কিংবা তার ছিঁড়ে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে।

মোহাম্মদ নূরুল হকসহ শালীহর গ্রামের একাধিক বাসিন্দা বলেন, ‘বিদ্যুৎ লাইনের বাঁশের খুটি নষ্ট কিংবা ভেঙে পড়লে  গ্রাহকরা নতুন করে খুঁটি বসান। বিদ্যুৎ বিভাগ কোনো খবর নেয় না। পাঁচ বছর ধরে এভাবেই ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছে গ্রামবাসী।’

No description available.

বাঁশের খুঁটিতে বিদ্যুতের লাইন। ছবি; ইত্তেফাক

ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল হেলিম বলেন, ‘সড়কের পাশে বিদ্যুতের তারসহ বাঁশের খুঁটি হেলে পড়েছে। ঝড়-বৃষ্টিতে দুর্ঘটনা এড়াতে দ্রুত বিদ্যুৎ লাইনের সংস্কার ও বাঁশের খুঁটি পরিবর্তন করে সিমেন্টের খুঁটি দেওয়া উচিত।’

গৌরীপুর বিদ্যুৎ উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. বিল্লাল হোসেন বলেন, ‘প্রকল্পের মাধ্যমে উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কার ও খুঁটি স্থাপনের কাজ চলছে। শালীহর গ্রামের বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কার ও বাঁশের খুঁটি পরিবর্তন করে সিমেন্টের খুঁটি দেওয়া হবে।’

/ইত্তেফাক/এনই/