বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফুলবাড়ীতে ভারী বৃষ্টিপাত, জনদুর্ভোগ চরমে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৯

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত দুই দিনের টানা বৃষ্টিপাতে জনদূর্ভোগ চরমে উঠেছে। ফলে সাধারণ মানুষের মাঝে চরম ভোগান্তি নেমে আসে। সব চেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।

আকাশে কালো মেঘ, ভারীবৃষ্টি সেইসঙ্গে ভয়ানক বজ্রপাতের ভয়ে কৃষকরা মাঠে কাজ করতে পারছেন না। টানা বৃষ্টিপাতের কারণে অনেকেই কাজে যেতে না পাড়ায় অনেকে বাড়ীতে অলস সময় কাটাচ্ছেন।

No description available.

এ উপজেলায় গত কয়েকদিন ধরে মৌসুমী বায়ুর প্রভাবে আকাশে রোদ-বৃষ্টির লুকোচুরি দেখা দিয়েছে। থেমে থেমে কখনো রোদ, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় প্রান্তিক কৃষক-কৃষানিরা চরম ভোগান্তিতেই পড়েছেন।

এদিকে, ভারী বৃষ্টিপাত হলেই ফুলবাড়ী উপজেলা পরিষদসহ সদরের বিভিন্ন সড়কে হাঁটু পানিতে ভ্যান-চালক, অটো-চালক, জনসাধারণসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরাও চরম দূর্ভোগে পড়ে।

No description available.

উপজেলার কুরুষাফেরুষা গ্রামের ভ্যান-চালব বাবুল চন্দ্র রায় ও অটো-চালক গোলজার হোসেন জানান, বৃষ্টির কারণে গত দুই দিন ধরে কোন ভাড়া পাচ্ছি না। তারা দুজনেই গ্যারেজে বসে দিন পার করেছেন। 

সেখানকার কবিরমামুদ এলাকার ভ্যান চালক মুসা মিয়া জানান, ভাড়ার আশায় সকাল থেকেই ফুলবাড়ী সদরের বটতলা মোড়ে বসে আছি। সকাল থেকেই মূষূলধারে বৃষ্টি। তাই বৃষ্টির মধ্যে কোন ভাড়া না পেয়ে দুপুরে ১২ টা পর্যন্ত বসে আছি। জানি না কখন বৃষ্টি থামবে।


   
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগাড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র মৌসুমী বায়ুর প্রভাবে কখনো রোদ, আবার কখনো হালকা ও মাঝারীসহ ভারী বৃষ্টিপাতের দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় ৭৮ পয়েন্ট ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই তিনদিন মৌসুমী বায়ুর প্রভাবে হালকা ও মাঝারিসহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ইত্তেফাক/টিআর