শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:০১

সুনামগঞ্জ-সিলেট বাইপাস সড়কে চাঁদা আদায়ের অভিযোগে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলেছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা এ ধর্মঘট সকাল ৬টা থেকে শুরু হয়। 

তবে তা কতদিনের জন্য হতে পারে তা পরিষ্কার করেনি শ্রমিক ইউনিয়নের নেতারা।

সরজমিনে বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলো সুনামগঞ্জ পৌঁছে তাদের নির্দিষ্ট বাস কাউন্টারের সামনে এসে যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়ি বাস টার্মিনালে নিয়ে গিয়ে পার্কিং করে চালকরা চলে যাচ্ছেন এবং হেল্পার গাড়ি ধুয়ে মুছে রাখছেন। 

রবিবার সকাল ১০ টা ৩০ পর্যন্ত বাস টার্মিনালে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোন নেতাকে দেখা যায়নি। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জ ও সিলেটের পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করব।

ইত্তেফাক/এএএম