বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হঠাৎ বন্ধ হয়ে গেছে বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জনের সম্মানী ভাতা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৫৫

অনেক ঘুরাঘুরির পর ২০১৩ সাল থেকে মাসিক মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাভূক্ত হন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাউতনগর কেওটান গ্রামের বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন মণ্ডল। কিন্তু ৬ মাস ভাতা উত্তোলনের পর হঠাৎ তার সম্মানী ভাতা বন্ধ হয়ে যায়। তার গেজেট নং- ৭২২১২ (২০১৩ ইং), জাতীয় তালিকা নং- ৩২, স্থগিত ভাতা বহি বিল নং- ১২৩।

তবে গত ৮ বছর ধরে সম্মানী ভাতা বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন চিত্তরঞ্জন মণ্ডল। এ ব্যাপারে তিনি গত ১৯ সেপ্টেম্বর ইউএনও বরাবর একটি স্মারকলিপি দেন। সম্মানী ভাতা বঞ্চিত মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জনের বিষয়ে সহানুভূতি প্রকাশ করে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিদেশী চন্দ্র রায় ও যুদ্ধকালীন কমান্ডার সিরাজুল ইসলাম বলেন, ‘মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন হয়রানির শিকার হয়ে ভাতা বঞ্চিত হয়েছেন।’ 

উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ভাতা বঞ্চিত মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন সহ কয়েকজনের দেওয়া একটি স্মারকলিপি আমি পেয়েছি। মুক্তিযোদ্ধাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সহানুভূতি আছে, আমি এ বিষয়টি অবশ্যই পজিটিভলি দেখবো। 

ইত্তেফাক/এসআই