শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় শিশুসহ আটক ১১

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৯

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় নারী, পুরুষ ও শিশুসহ ১১ জনকে আটক করেছে বিজিবি। 

শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার মুণ্ডমালা গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পারঘাটা গ্রামের রমেশ মণ্ডল (২৮), তার স্ত্রী মিতালী বিশ্বাস (২০),  নারায়ণগঞ্জ সদর উপজেলার একরামপুর গ্রামের মোজাম্মেল হোসেন ( ৩২ ), নড়াইলের কালিয়া উপজেলার পারবুমভাগ গ্রামের পারভিন বেগম ( ২২ ), ঢাকার কামরাঙ্গীরচরের রূমা খাতুন ( ৩০ ), চট্টগ্রামের জয়ন্তী গ্রামের শাহ আলম (২৫ ), সাতক্ষীরার আশাশুনি উপজেলার ফিংড়ি গ্রামের মিন্টু রায় চৌধুরী ( ৩২ ), ঝটিকাটা গ্রামের গোবিন্দ সরকার ( ২৭ ), যশোরের শার্শা উপজেলার বড়কলোনি গ্রামের  শুকুর আলী ( ৩০ ), তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস ( ( ২২ ) ও তার ছেলে জোবায়েদ ( ৫ )।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধভাবে কিছু লোক ভারত থেকে বাংলাদেশে আসার খবর পেয়ে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপজেলার মুণ্ডুমালা গ্রাম ১১ জনকে আটক করা হয়। 

ইত্তেফাক/ইউবি