শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খুলনায় পিকনিকের বাস উল্টে স্কুলছাত্রী নিহত, আহত ৩০

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৫

খুলনায় পিকনিকের বাস উল্টে মেঘলা নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মেঘলা যশোর সদরের শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, যশোর সদরের শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসে করে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে পিকনিকে যাচ্ছিল। পথে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তা থেকে প্রায় ২০ ফুট নিচে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে মেঘলা নামে এক ছাত্রী নিহত ও অন্তত ৩০ জন আহত হন।

আরো পড়ুন : মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের মধ্য থেকে কয়েককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

চুকনগর হাইওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, বাসটিতে ৬০-৭০ জন শিক্ষার্থী ছিল। রাস্তায় সংস্কার কাজ চলায় গর্ত ছিল। সেই গর্তের কারণে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

 

ইত্তেফাক/ইউবি