বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভোলায় এবার জেলেদের জালে ধরা পড়ল রাজা ইলিশ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩১

ভোলা সদরের মেঘনা নদীতে জেলেদের জালে এবার ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের রাজা ইলিশ। পরে মাছটি সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্যঘাটে আনলে উৎসুক মানুষ এক নজর দেখার জন্য ভিড় জমায়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এ মাছ ধরা পড়ে। 

তুলাতুলি মৎস্যঘাটের মো. কামাল ব্যাপারীর আড়তের ম্যানেজার মো. নাছিম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে সদরের কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকার মেঘনা নদীতে মো. করিম মাঝির জালে বিভিন্ন সাইজের ইলিশের সঙ্গে রাজা ইলিশটি ধরা পড়ে। পরে তিনি সকালের দিকে তুলাতুলি মৎস্যঘাটের নানু চেয়ারম্যানের আড়তে নিয়ে এসে ডাকের মাধ্যমে বিক্রি করলে আমার সহযোগী মো. আল আমিন ৩ হাজার ২০০ টাকা ডাক ধরে ক্রয় করে। 

তিনি আরও জানান, পরে সকাল সাড়ে ১১ টার দিকে আমরা আগের ইলিশ মাছের সঙ্গে ওই মাছটি বরিশাল আড়তে বিক্রির জন্য প্যাকেট করে পাঠিয়েছি।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম জানান, ইলিশের প্রজনন মৌসুমকে সামনে রেখে সাগর থেকে অনেক বড় বড় ইলিশ নদীতে ডিম ছাড়তে আসছে। যার কারণে জেলেদের জালে বর্তমানে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে।

ইত্তেফাক/এএএম