বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরে মাদককারবারির ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৭

রংপুরের হারাগাছে মাদককারবারির ছুরিকাঘাতে আহত ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পেয়ারুল ইসলাম মারা গেছেন। শনিবার সকাল সোয়া ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত পেয়ারুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়েনের পাড়ামৌলা গ্রামের বাসিন্দা। ২০১২ সালে পুলিশে যোগদান করেন। তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় কর্মরত ছিলেন। তার স্ত্রীসহ দুই সন্তান রয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই মাদককারবারির নাম মো পারভেজ রহমান (২৬)। সে হারাগাছার বাহার কাছনার মো. জাহিদুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে কাউনিয়া উপজেলার হারাগাছের সাহেবগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদককারবারিকে ধরতে অভিযানে যান পেয়ারুল ইসলাম। সেখানে মো. পারভেজ রহমান (২৬) নামে এক মাদককারবারিকে গাঁজাসহ গ্রেফতার করেন তিনি। এরপর বাহার কাছনা তেলিপাড়া এলাকায় সিগারেট কোম্পানি মোড়ে মাদককারবারি মো. পারভেজ রহমানকে মাদকসহ আটক করলে তার হাতে থাকা ছুরি দিয়ে পেয়ারুলকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ শনিবার বেলা সোয়া ১১ টায় সেখানে তার মৃত্যু হয়। 

মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত বলেন, ‘মাদককারবারি ছুরিরাঘাতে  পেয়ারুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মাদককারবারি মো. পারভেজ রহমানকে গ্রেফতার করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম