শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পিতার ওপর অভিমান করে কলেজছাত্রের ‘আত্মহত্যা’

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৬:২৩

বগুড়ার নন্দীগ্রামে পিতার ওপর অভিমান করে কনক সরকার (১৮) নামের এক কলেজছাত্র ‘আত্মহত্যা’ করেছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ভাটরা ইউনিয়নের ছোট কঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে। 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। কনক সরকার ছোট কঞ্চি গ্রামের অরেন সরকারের ছেলে। সে হাটকড়ই কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।


 

স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার জানান, কনক সরকার মঙ্গলবার সকালে দুর্গাপূজার কেনাকাটা জন্য বাবার কাছে তিন হাজার টাকা চায়। কিন্ত তার বাবা তাকে এক হাজার টাকা দিয়ে বাকি টাকা ফিরে এসে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপর কনক অভিমানে নিজের ঘরে ঢুকে উচ্চস্বরে গান বাজাতে থাকে এবং এর এক ফাঁকে ঘরের তিরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। 

ইত্তেফাক/এসজেড