শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চুরি করতে এসে ধরা, ‘গণপিটুনি’তে যুবক নিহত 

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৮:০৬

গভীর রাতে চুরি করতে এসে ধরা খেয়ে আতোয়ার রহমান (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে লিটন (৪০) নামে আরও এক যুবক। মঙ্গলবার (১২ অক্টোবর) শেষ রাতে উপজেলার বকচর গ্রামে অটল চক্রবর্তীর বাড়িতে এ ঘটনা ঘটে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে চুরির সময় দুর্বৃত্তদের হাতে আহত বাড়ির মালিক অটল চক্রবর্তী, স্ত্রী শিপ্রা চক্রবর্তী ও মা গীতা চক্রবর্তী সদর হাসপাতালে ভর্তি রয়েছে।  

জানা গেছে, গভীর রাতে ওই বাড়িতে হানা দেওয়া দুর্বৃত্তরা স্বর্ণালংকার, নগদ অর্থ, মূল্যবান জিনিসপত্র নিতে বাড়ির লোকজনকে মারধর করে। চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে চুরির সদস্যরা পালানোর চেষ্টকালে ওই দু’জন ধরা পড়ে। বাকিরা পালিয়ে গেলেও উত্তেজিত জনতার প্রহারে একজন মারা যায় এবং অপরজন গুরুতর আহত হয়। মহাদেবপুর ইউপি চেয়ারম্যান আবু জাহিদ মোহাম্মদ মাহমুদুল আমিন ডিউকও চুরির বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, চুরির উদ্দেশ্যে আসা তিনজনের মধ্যে দু’জন জনতার হাতে ধরা পড়ে। আতোয়ারের মৃত্যুর ঘটনার সাথে জড়িতদের বিষয়ে গভীর অনুসন্ধান চলছে। এ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/এসজেড