শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আগামীতে উন্নত চিকিৎসায় শিবচরবাসীকে ঢাকা যেতে হবে না: চিফ হুইপ

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৫:৪৩

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, ‘আগামীতে উন্নত চিকিৎসায় শিবচরবাসীকে ঢাকা যেতে হবে না।’

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মাদারীপুরের শিবচরে আধুনিক মানের গণ-উন্নয়ন সমবায় সমিতি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। 

হাসপাতালের বিভিন্ন ইউনিট ও আধুনিক যন্ত্রপাতি সজ্জিত ও ডিজিটাল ল্যাবরেটরি, এক্স-রে আলট্রাসনোগ্রাম, আধুনিক মানের অপারেশন থিয়েটার, মা ও নবজাতক পরিচর্যায় মানসম্মত ইউনিটগুলো পরিদর্শন শেষে চিফ হুইপ বলেন, ‘শিবচরের মানুষের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্তের সূচনা হলো। হাসপাতালটিতে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থাসহ ২টি লিফট, ২৪ ঘণ্টা ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে।’

No description available.

এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন-মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, ওসি মো. মিরাজ হোসেন ও গণউন্নয়ন সমবায় হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল হাশেম মিয়া। 

হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, ‘শিবচরের সর্বস্তরের মানুষকে উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। সবার সার্বিক সহযোগিতা থাকলে আমাদের কার্যক্রম আগামী দিনে আরও উন্নত সেবা প্রদান করতে সক্ষম হবো।’ 

হাসপাতালটিতে ২০টি শয্যা রয়েছে। এরমধ্যে ২টি ভিআইপি কেবিন, ৪টি সাধারণ কেবিন এবং মহিলা ওয়ার্ডে ৮টি ও পুরুষ ওয়ার্ডে ৬টি উন্নত মানের শয্যা রয়েছে। এছাড়াও দুঃস্থ ও অসহায় গরীব রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

ইত্তেফাক/এএএম