শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্য সহায়তা পেলো ১১৩ পরিবার

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৭:২৩

মাদারীপুরের কালকিনি উপজেলায় ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেলো ১১৩ অসহায় পরিবার। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ চত্বরে মাদারীপুর জেলা প্রশাসক ড.রাহিমা খাতুন অসহায় এসব পরিবারের সদস্যদের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করেন। 

মাদারীপুর জেলা প্রশাসক ড.রাহিমা খাতুন জানান, করোনা মহামারি দুর্যোগে কাজ না থাকায় ঘরবন্দী মানুষ অসহায় হয়ে পড়েছে। অনেকে লজ্জায় সাহায্যও চাইতে পারছে না। এসব মানুষের অসহায়ত্বের কথা ভেবে সরকার ৩৩৩ জাতীয় কল সেন্টার চালু করে। অসহায় মানুষরা ৩৩৩ নম্বরে ফোন করলে তাদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। আজ আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৩৩ নম্বরে ফোন দেওয়া ১১৩ অসহায় পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আটা, দুই লিটার তেল, এক কেজি ডাল ও এক কেজি লবণ দেওয়া হয়েছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড.রাহিমা খাতুন। আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল,  কালকিনি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলসহ আরও অনেকে।

ইত্তেফাক/ ইআ/এএইচপি