শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাজীগঞ্জে নিহত ৩ জনের জানাজা সম্পন্ন

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ০১:১৪

বুধবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারস্থ এলাকায় হামলার ঘটনায় নিহত তিন জনের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নিহতদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতরা হলেন, হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ডের আমিন মিয়া চেয়ারম্যান বাড়ির আব্বাস মিয়ার ছেলে শামীম হোসেন (১৯), একই গ্রামের সেকান্দার আলী বেপারী বাড়ির ফজলুল হকের ছেলে ইয়াসিন হোসেন হৃদয় (১৪) ও হাজীগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড রায়চৌ গ্রামের মো. আল আমিন হোসেন।

জানা গেছে, শামীমের জানাজার নামাজ হাজীগঞ্জ ডিগ্রি কলেজের পশ্চিম পাশে বালুর মাঠে, হৃদয়কে রান্ধুনীমুড়া চৌধুরী বাড়ীর সম্মুখে ও আল আমিনের জানাজা হয় সাবেক শুকু কমিশনারের বাড়ীর সামনে।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একাধিক মামলা হবে। এখন পর্যন্ত হাজীগঞ্জে ৭ জন, কুমিল্লায় ৪৩ জনসহ চট্টগ্রাম রেঞ্জে মোট ৭৩ জনকে আটক করা হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৫ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি