বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দৌলতপুরে ‌‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৫

কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাত দলের দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোর পৌনে ৪ টার দিকে উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া মাঠে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া মাঠের কাটাদহ নামক স্থানে দুই দল ডাকাতের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল নিয়ে গোলাগুলির শুরু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশ ও পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাত সদস্যকে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত ডাকাত হলো গরুড়া গ্রামের মছের উদ্দিনের ছেলে মুফাজ্জেল হোসেন মুফা (৪৫) ও কৈপাল গ্রামের আব্দুর রহিমের ছেলে মাহাবুল (৪২)।

আরও পড়ুন: আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

ওসি আরও জানান, এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। নিহত ডাকাতদের বিরুদ্ধে চুরি ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি এলজি, চার রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করেছে।

ইত্তেফাক/কেকে