শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী দিন মজুরের রহস্যজনক মৃত্যু

আপডেট : ২০ মে ২০১৯, ১৮:৪৮

নওগাঁর বদলগাছীতে দিন মজুর ক্ষুদ্র নৃগোষ্ঠীর রহস্যজনক মৃত্যু হয়েছে। জানা যায়, সোমবার রাতে উপজেলার মথুরা ইউপির লক্ষীরকোল গ্রামের মৃত মঙ্গলা পাহানের ছেলে কৃষ্ট পাহানকে (৩৫) রাতে কে বা কারা বোরো ধানের জমিতে ফেলে রাখে। পরদিন আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে গিয়ে কৃষ্ট পাহানের লাশ দেখতে পান। খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

পুলিশ ও কৃষ্ট পাহানের পরিবার সূত্রে জানা যায়, ঐ দিন সন্ধ্যায় অপরিচিত তিনজন লোক কৃষ্ট পাহানকে ডেকে নিয়ে যায়। পরে তিনি আর বাড়ি ফিরেননি। পরের দিন শ্যামপুর মৌজায় বোরো ধানের ক্ষেতে তার লাশ পাওয়া যায়। 

আরও পড়ুন: সিরিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ২৪

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দীন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরির সময় তার গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/কেকে