বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কেএফডব্লিউ’র সঙ্গে কেসিসির ৩০০ কোটি টাকার চুক্তি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১০

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় জার্মান ডেভেল্পমেন্ট ব্যাংকের (কেএফডব্লিউ) সঙ্গে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রায় ৩০০ কোটি (২৩৫ মিলিয়ন ইউরো) টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই সংক্রান্ত একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পরিকল্পনা কমিশনে এ চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। 

প্রকল্পের আওতায় খুলনা মহানগরীর শহর রক্ষা বাঁধ, ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেন নির্মাণ এবং অবকাঠামোগত উন্নয়ন করা হবে। 

খুলনা সিটি করপোরেশনের পক্ষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইউরোপ উইংয়ের প্রধান অতিরিক্ত সচিব ড. নাহিদ রশিদ এবং কেএফডব্লিউ’র পক্ষে সংস্থার দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক ক্যারোলিন গ্যাসনার চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণ সর্বোচ্চ গুরুত্ব রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব মো. ওয়ালিউল্লাহ মিয়া, উপ-সচিব মোসলেমা নাজনীন, কেএফডব্লিউ’র ঢাকাস্থ অফিসের কান্ট্রি ডিরেক্টর রেজিনা মারিয়া স্নাইডার ও অনির্বান কুণ্ডু, ডেপুটি ডাইরেক্টর তাজমিলুর রহমান, সেক্টর স্পেশালিস্ট এস এম মেহেদী হাসান, প্রজেক্ট কো-অর্ডিনেটর ফাতেমা রোজালিন খান, কেসিসি’র চিফ প্লানিং অফিসার আবির উল জব্বার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বিদেশি কোনো সংস্থা থেকে খুলনা মহানগরীর উন্নয়নে এত বিপুল অংকের তহবিল প্রাপ্তির চুক্তি এটাই প্রথম। 

ইত্তেফাক/কেআই