শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাংবাদিক আমান উল্লাহ খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২০:৩৩

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাবেক উত্তরাঞ্চলীয় আবাসিক প্রতিনিধি মরহুম আমান উল্লাহ খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বগুড়ার শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

শুক্রবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য প্রবীণ সাংবাদিক আকরাম হোসেন খান।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হোসাইনের সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র সহ-সম্পাদক মুহ. আরিফ-উদ-দৌলা, শেরপুর সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, জয়লা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আনোয়ার হোসেন, প্রয়াত আমান উল্লাহ খানের ছেলে আহসান উল্লাহ খান সবুজ। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, সাহিত্য সম্পাদক আব্দুল আলীম, নির্বাহী সদস্য জাহাঙ্গীর ইসলাম, শাহজামাল কামাল প্রমুখ। 

আরো পড়ুন: হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে ‘হিরো’ মসজিদের খাদেম

সভায় বর্ষীয়ান জননেতা আমান উল্লাহ খানের জীবন কর্ম নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংবাদিক আমান উল্লাহ খানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রসঙ্গত: মরহুম আমান উল্লাহ খান গত ২০১৮ সালের ১৫ মার্চ ইন্তেকাল করেন।

ইত্তেফাক/অনি