বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শরণখোলায় চেতনানাশক স্প্রে করে সর্বস্ব লুটপাট

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২২:৫৫

শরণখোলায় দুর্বৃত্তরা দুই বাড়িতে চেতনানাশক স্প্রে করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। চেতনানাশক স্প্রেতে অজ্ঞান দুটি পরিবারের ৭ জনকে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার রাজেস্বর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে রাজেশ্বর গ্রামের এছাহাক তালুকদার ও আলাউদ্দিন খানের বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা  চেতনানাশক স্প্রে করে। সে স্প্রের প্রভাবে ঘরের সকলে অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরে দুর্বৃত্তরা ঘরে ঢুকে শোকেস, আলমারী তচনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে যায়। প্রতিবেশীরা মঙ্গলবার সকালে অচেতন অবস্থায় গৃহকর্তা এছাহাক তালুকদার (৫৫), পুত্র নয়ন তালুকদার (৩০), পুত্রবধূ হেপি বেগম (২০)  এবং অপর গৃহকর্তা আলাউদ্দিন খান (৫৬), তার স্ত্রী কহিনুর বেগম (৫০), আছমা (৩৫), রাইসা আক্তারকে (১০)  শরণখোলা হাসপাতালে ভর্তি করে। 

গৃহকর্তা এছাহাক তালুকদারের স্ত্রী জাহানারা বেগম জানান, সোমবার রাত ১১টার দিকে তারা রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। তারপর কি হয়েছে তা তিনি বলতে পারেন না। সকালে হাসপাতালে তার জ্ঞান ফেরে। দুর্বৃত্তরা তার কানের স্বর্ণের দুল খুলে ও ঘরে থাকা টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে যায়। 

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ সুফিয়ান রুস্তম জানান, সকালে হাসপাতালে অজ্ঞান অবস্থায় ৭ জন রোগী ভর্তি হয়। তাদের সকলের জ্ঞান ফিরেছে। তারা এখন শংকামুক্ত।

আরও পড়ুনঃ ছাত্রীর সঙ্গে মাধ্যমিক শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ড, ধরা পড়ে গণধোলাই

শরণখোলা থানার অফিসার ইনচার্জ  দিলীপ কুমার সরকার জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ মামলা করেনি।’

ইত্তেফাক/নূহু