শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে হতাহতের ঘটনায় সাক্ষ্য নিলো তদন্ত দল

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৭:০০

ঠাকুরগাঁওয়ের বহরমপুরে বিজিবির গুলিতে হতাহতের ঘটনায় সাক্ষ্য গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের তদন্ত দল। বুধবার সকাল থেকে ঠাকুরগাঁও সার্কিট হাউজে আহত ব্যক্তি ও স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ করেছেন তারা।  

তদন্ত দলের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে। আহতদের মধ্যে জয়গুণ, তৈমুর রহমান, সাদেকুল ইসলাম,আনারুল, রুবেল, মিঠুনসহ অনেকেই অভিযোগ করে বলেন, এখনো তাদের আর্থিকভাবে কোনো সহযোগিতা করা হয়নি। তারা দোষী ব্যক্তিদের বিচারের দাবী জানান। 

আরো পড়ুন: বাসচালকের ভারী যান চালানোর লাইসেন্স ছিল না

তদন্ত দলে উপস্থিত ছিলেন, তদন্ত কমিটির প্রধান মুহাম্মদ মোহসিন চৌধুরী (যুগ্ম সচিব (সীমান্ত) জননিরাপত্তা বিভাগ), মো. জাকির হোসেন (উপ-সচিব জননিরাপত্তা বিভাগ), বিজিবির মহা পরিচালকের প্রতিনিধি লে. কর্ণেল মোর্শেদ, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর কুতুবুল আলম, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ। 

ইত্তেফাক/অনি