শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টেকনাফে রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে ১০ বাড়ি পুড়ে ছাঁই

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৯:১৩

কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে ১০টি বসত-বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। বুধবার সকাল সোয়া ১১টারদিকে উপজেলার লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরের ভাড়া বাসায় অবস্থানকারী হোসেন জোহারের স্ত্রী ধলু বিবি রান্না ঘরের চুল্লী থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

জানা যায়, বুধবার সকাল সোয়া ১১টারদিকে উপজেলার লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি-১০ ব্লকের সালামের ভাড়া বাসায় অবস্থানকারী হোসেন জোহারের স্ত্রী ধলু বিবি রান্না ঘরের চুল্লী জালিয়ে জরুরী কাজে বাড়ির বাহিরে যায়। ফিরে আসতে আসতেই অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার ব্রিগেট আসার পূর্বে স্থানীয় রোহিঙ্গা ও জনসাধারণ লাইনের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

আরও পড়ুন: রাজশাহীতে জাল টাকা ও সরঞ্জামসহ ৪ যুবক গ্রেফতার

এতে মালামাল, নগদ টাকা ও খাদ্যদ্রব্যসহ ১০টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায় বলে লেদা শিবিরের সাবেক মেম্বার মো. ইলিয়াছ নিশ্চিত করেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুরেই উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসানের নেতৃত্বে আইওএম কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য, বিজিবি জওয়ানসহ একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইত্তেফাক/জেডএইচডি