বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিয়াল মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৫:০৬

সাতক্ষীরার তালায় শিয়াল মারা ফাঁদে লাগানো বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আরাফাত (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার সকাল ১০টার দিকে নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পোল্ট্রির ফার্মে এ ঘটনা ঘটে। আরাফাত উপজেলার নেহালপুর গ্রামের খায়রুল শেখের পুত্র এবং নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

 

প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা বাবর আলী জানান, স্কুলের পাশের বাগানে ৪/৫ জন ছেলে ফুটবল খেলা করছিল। বল মুরগির খামারের পাশে গেলে আরাফাত সেটি কুড়িয়ে আনতে যায়। এ সময় খামারের পাশে জিআই তারে বিদ্যুৎ লাইন দেওয়া থাকায় তারের সাথে সে আটকে যায়। বল নিয়ে ফিরতে বিলম্ব হওয়ায় অন্যরা সেখানে ছুটে যায়। পরে বিদ্যুৎ লাইন অফ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরো পড়ুন : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

খামার মালিক মেহেদী হাসান বলেন, ‘রাতে মুরগি শিয়ালে নিয়ে যায়। সে কারণে রাতে খামারের পাশ দিয়ে শিয়াল মারার জন্য তারের সাথে কারেন্ট দেওয়া হয়েছে। তবে বাচ্চাটি মারা যাবে তা আমি ভাবেনি।’

 

 

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।    

 

 

ইত্তেফাক/ইউবি