বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাউজানে মাস্টার দা সূর্যসেনের জন্মদিবস পালিত

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২১:০০

ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মাস্টারদা সূর্যসেনের ১২৬ তম জন্মদিবস পালিত হয়েছে। বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে তার নিজ উপজেলা রাউজানে দিবসটি পালন করে।

এ উপলক্ষ্যে শুক্রবার দুপুরে উপজেলা সদরের তার অবক্ষমুর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন সূর্যসেন স্মৃতি রক্ষা পরিষদ, সূর্যসেন স্মৃতি সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, রাউজান সাংবাদিক কল্যাণ সমিতি, মাস্টারদা সূর্যসেন স্মৃতি পাঠাগারসহ নানা সামাজিক সংগঠন।

এদিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সূর্যসেন পল্লীতে এই বিপ্লবীর নিজ পিতৃভূমিতে স্থাপিত তার স্মৃতিতে স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নোয়াপাড়ার মাস্টার দা কিন্ডার গার্টেন, রাউজান সাহিত্য পরিষদ, রাউজান কবি নজরুল সাহিত্য পরিষদ, রাউজান নিউজ পরিবারের সদস্যরা। 

মাস্টার দা সূর্য সেনকে ধরার জন্য ১০০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

উপজেলা সদরে সূর্য সেন চত্ত্বরে তার অবক্ষমুর্তিতে ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন পরবর্তী আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দীন খান, দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, মাস্টারদা সূর্যসেন স্মৃতি পাঠাগারের পক্ষে সভাপতি শ্যামল কুমার পালিত, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, পৌর কাউন্সিলর এডভোকেট দীলিপ চৌধুরী, শোয়েব এ খান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, আরিফুল হক চৌধুরী, ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিপলু, মোহাম্মদ আসিফ, আরমান সিকদার প্রমূখ।

আরো পড়ুন: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শিবচর লাল-সবুজে সেজেছে

বক্তারা বলেন, ‘পরাধীনতার শৃংঙ্খল থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে মাস্টার দা’র ত্যাগ ও জীবন উৎসর্গ উপমহাদেশের মানুষ কোনো দিন ভুলবে না। প্রসঙ্গত, ১৮৯৪ সালের ২২ মার্চ রাউজানের নোয়াপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক  মাস্টার দা সূর্যসেন।

ইত্তেফাক/অনি