শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মানিকগঞ্জে ১০২টি কেন্দ্রে ইভিএম

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২১:২৪

মানিকগঞ্জের সাত উপজেলার চারটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি তিন উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর পাশাপাশি রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। সাত উপজেলায় চেয়ারম্যান পদে নয়জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

শনিবার সকালে জেলার বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণের সরঞ্জাম ও মালামাল পাঠানোর হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। আর এই বিষয়ে সকাল নয়টায় সদর উপজেলার নির্বাচনী প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে ব্রিফি করা হয়েছে। 

প্রত্যেক প্রিজাইডিং কর্মকর্তাকে একটি করে ট্যাব দেওয়া হয়েছে। ইভিএম এ কিভাবে ভোট দেওয়া হবে, ট্যাবের মাধ্যমে কেন্দ্র থেকে ফলাফল কিভাবে ঘোষণা করা হবে সেটির বিষয়ে ব্রিফিং করবেন বিমান বাহিনীর উইং কমান্ডার মতিউর রহমান। 

আরো পড়ুন: তৃতীয় পর্যায়ে ১১৭ উপজেলা পরিষদের নির্বাচন রবিবার

সাত উপজেলায় মোট ভোটার রয়েছেন, ১১ লাখ ১০ হাজার ৬৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৫২ হাজার ৭২১ জন এবং নারী ভোটার ৫ লাখ ৫৭ হাজার ৯৭৪ জন।

ইত্তেফাক/অনি