বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাপাসিয়ায় নির্বাচনে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে আটক ৩৬

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০০:১১

গাজীপুরের কাপাসিয়ায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতা সৃষ্টির চেষ্টা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আজ শনিবার রাত সাড়ে আটটায় পাবুর দাইবাড়ি চৌরাস্তা এলাকা থেকে ৩৬ বহিরাগতকে আটক করেছে পুলিশ। এরা সকলে নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমান আরিফের আনারস প্রতীকের পক্ষে কাজ করছিল বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুরের পুলিশ সুপার সামসুন্নাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একজন প্রার্থীর নিজ বাড়ী পাবুর এলাকায় শতাধিক যুবক আনারস প্রতীকের পক্ষে জমায়েত হয়ে নাশকতার পরিকল্পনা করছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৩৬ জনকে আটক করে থানায় নিয়ে আসি এবং বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কেউ কাপাসিয়ার ভোটার নয়, সকলেই বহিরাগত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/আরকেজি