শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মুক্তিযোদ্ধাকে হুইল চেয়ার উপহার দিলেন জার্মান প্রবাসী

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৭:৪৩

মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৮৫) পক্ষাঘাতগ্রস্ত হয়ে জীবন সায়াহ্নে হাঁটাচলার শক্তি হারিয়ে ফেলেছেন। ফেসবুকে আব্দুল খালেকের অসহায়ত্ব নিয়ে লেখা পরিমল মজুমদারের একটি প্রতিবেদন চোখে পড়ে জার্মান প্রবাসী কাউসার রশিদ বিপ্লবের। তিনি তার বন্ধু ব্যবসায়ী দেলওয়ার হোসেনের মাধ্যমে মুক্তিযোদ্ধার জন্য একটি ইলেকট্রিক হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন।

আরো পড়ুন: শাহজালালে ৩ কোটি টাকার স্বর্ণসহ চীনা নাগরিক আটক

রবিবার বিকেলে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের উত্তর দাড়ারপাড় গ্রামে আব্দুল খালেকের বাড়িতে হুইল চেয়ারটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা রবিউস সামাদ, মুক্তিযোদ্ধা সৈয়দ মাহমুদুর রহমান বেটু ,উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, সাংবাদিক পরিমল মজুমদার, আসলাম উদ্দিন আহমেদ, খালেক পারভেজ লালু, ব্যবসায়ী নজরুল ইসলাম প্রমুখ। 

ইত্তেফাক/অনি