শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নন্দীগ্রামে ছয়শ ও বারোশ টাকায় পাশ নম্বর দেওয়ার অভিযোগ

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২১:১৫

জেলার নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজে এইচএসসি ও ডিগ্রী (পাস) ব্যবহারিক পরীক্ষায় পাশ নম্বর দেওয়ার জন্য শিক্ষার্থীদের নিকট থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে শিক্ষার্থীরা নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

শিক্ষার্থীরা জানায়, ফেল করার ভয় দেখিয়ে, বেশি নম্বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অথবা মিষ্টি খাওয়ার কথা বলে শিক্ষকরা আমাদের কাছ থেকে টাকা আদায় করছে। ভূগোল বিষয়ে ব্যবহারিক পরীক্ষার জন্য এইচএসসিতে ৬০০ ও ডিগ্রীতে ১২০০ টাকা নেওয়া হচ্ছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

নাম প্রকাশ না করা শর্তে ভুক্তভোগি এইচএসসি ও ডিগ্রীর শিক্ষার্থীরা অভিযোগ করে বলে, ‘ভূগোল বিষয়ের স্যার ব্যবহারিক পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার জন্য আমদের নিকট থেকে ৬শ টাকা ও ১২শ টাকা করে নিয়েছে। যারা টাকা দেয়নি তাদের টাকা পরিশোধ করার জন্য চাপ দিচ্ছে।’

এ বিষয়ে নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক ইনছান আলী বাবলু বলেন, ‘আমার কাছ থেকে যেসব ছাত্রী নোট বই নিয়েছে শুধু তাদের নিকট থেকে টাকা নেওয়া হয়েছে। অতিরিক্ত কোন টাকা নেইনি।’

নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওসমান গণি সরকার বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে কোন ছাত্রী আমার কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুনঃ রাজশাহীতে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষিকার ধর্ষণ চেষ্টার অভিযোগ

এ বিষয়ে সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণ করা হবে। 

ইত্তেফাক/নূহু