শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নুসরাত হত্যা: জড়িতদের শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৩:৪৬

ফেনী সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদ এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে মৌলভীবাজার স্পন্দন সামাজিক সংগঠন।

মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গনে  স্পন্দন সভাপতি ইহাম মোজাজিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমদ টিটুর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বরিশালে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে

ঘন্টাব্যাপী মানবন্ধন শেষে বক্তারা ফেনীতে মাদ্রাসাছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা,দেশের বিভিন্ন স্থানে ক্রমাগত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ধর্ষক ও খুনিদের দ্রুত শাস্তি নিশ্চিতের লক্ষ্যে ট্রাইব্যুনাল গঠন করে বিচারের দাবি জানান। এছাড়াও নারী নির্যাতন ও পাশবিকতা প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবীসহ সকল দলমতের নাগরিকদের একই প্লাটফর্মে এসে গণআন্দোলনের মাধ্যমে নারী সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানান।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খালেদ চৌধুরী, মুহিবুর রহমান মুজিব, নজরুল ইসলাম মুহিব, অ্যাড. শাহ রাজুল আলী,বেলাল তালুকদার, আলীমউদ্দিন হালিম,আশরাফুর রহমান ও সাধারণ শিক্ষার্থীরা।

ইত্তেফাক/এমআরএম