বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাউখালীতে খসরু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৮:০২

পিরোজপুরের কাউখালীর কচুয়াকাঠী গ্রামে খসরু হাওলাদারকে হত্যার দায়ে লিমন (৩৬) নামের এক আসামির মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত লিমন উপজেলার কচুয়াকাঠি গ্রামের রুহুল আমিন শেখের ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ আদেশ দেন। পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বনলতার যাত্রা শুরু ২৫ এপ্রিল, উদ্বোধন করবেন শেখ হাসিনা 
 
জানা গেছে, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর বিকেলে সদর ইউনিয়নের কচুয়াকাঠি গ্রামে লিমনদের বাড়ির উঠানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মো. খসরু হাওলাদারের (৩৮)  সঙ্গে প্রতিবেশী লিমনের কথাকাটাকাটি হয়। এ ঘটনায় লিমন ক্ষিপ্ত হয়ে বিকেলে খসরুর ঘরে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় স্থানীয়রা খসরুকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিন নিহত খসরুর ছোট ভাই রিপন হোসেন হাওলাদার বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

ইত্তেফাক/কেকে