শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৬:১১

কুষ্টিয়ার মিরপুরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর নাম লাবনী খাতুন (২৩)। নিহত লাবনী খাতুন সুলতানপুর গ্রামের সুলতান মন্ডলের মেয়ে ও একই গ্রামের তুহিনের স্ত্রী।

রবিবার (২১এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। গৃহবধূ লাবণীর পরিবারের দাবি, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিলো। ঘটনার পর থেকে লাবণীর স্বামী তুহিন পলাতক।

আরও পড়ুনঃ টরন্টোতে শুরু হলো দক্ষিণ এশিয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

স্থানীয় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) বোরহানুল ইসলাম জানান, সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু