শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লালপুরে শিলাবৃষ্টি ও ঝড়ে ফসলের ক্ষতি

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ২১:৫৯

লালপুর উপজেলায় রবিবার বিকেল থেকে দু’দফায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে আম, ধান, পাট ও গাছপালার ব্যপক ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্নস্থানে বৈদ্যুতিক তারের (লাইনের) উপর গাছপালা ভেঙ্গে পড়া ছাড়াও বৈদ্যুতিক খুটি ভেঙ্গে বিদ্যুৎ বিকেল থেকেই সংযোগ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ১৫/২০ মিনিট ধরে শিলাবৃষ্টি হয়েছে তবে শিলের আকার খুব একটা বড় ছিলো না। উপজেলা কৃষি আফিসার রফিকুল ইসলাম জানান, শিলাবৃষ্টিতে আম, ধান ও পাটের ক্ষতি হয়েছে। তবে শিলের আকার ছোট থাকায় ক্ষতির পরিমান ব্যপক হবেনা বলে আশা করা যাচ্ছে। সব এলাকার রিপোর্ট পেলে ক্ষতির বিষয়টি নিশ্চিত করা যাবে।

নাটোর পল্লী বিদ্যুতের লালপুর জোনাল আফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন জানান, উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারের (লাইনের) উপর গাছপালা ভেঙ্গে পড়া ছাড়াও লালপুরে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে ফলে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না। এছাড়া উপজেলার অনেক এলাকার খবর এখনো পাওয়া যায়নি। রাতে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে চেষ্টা চলছে।

ইত্তেফাক/আরকেজি