শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফুলপুরে মাটি নিচ থেকে পাওয়া গেলো প্রাচীন মুদ্রা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৯:৪৪

ময়মনসিংহের ফুলপুরে মাটির নিচ থেকে কিছু প্রাচীন মুদ্রা উদ্ধারের খবর পাওয়া গেছে। উপজেলার বালিয়া ইউনিয়নের শালিয়াকান্দা গ্রামের সোমবার মতিউর রহমানের বাড়ির একটি জীর্ণ ঘরের ভিটি ভাঙ্গার পর মাটির হাঁড়িতে মজুদ থাকা মুদ্রা গুলো বের হয়। তামার মুদ্রা গুলো ব্রিটিশ রানী এলিজাবেথ আমলের।​

কথিত গুপ্তধন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে মানুষ কৌতূহলী হয়ে ওই বাড়িতে ভিড় জমায়।

আরও পড়ুন: প্রথমে মিলন, পরে প্রেমিককে খুন

ফুলপুর থানার সাব ইন্সপেক্টর সুমন মিয়া জানান, মোট ৩০টি তামার মুদ্রা উদ্ধার করা হয়েছ। মুদ্রার গুলোতে ১৮৭৪, ১৮৮৫, ১৮৯৭ ও ১৯০১ সন মুদ্রিত আছে। মুদ্রা গুলো দুই পিঠে রাণী ও ময়ূরের ছবি অঙ্কন করা আছে।সংরক্ষণের জন্য মুদ্রা গুলো জাতীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জমা দেওয়া হবে।

ইত্তেফাক/অনি