বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৯:৫৮
উখিয়ার কুতুপালং ৫নং ক্যাম্পের ৫৭ নং ডি ব্লকে তুর্কি পাহাড় নামক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৭টি ঘর  ও একটি মসজিদ পুড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ দুইজন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 
 
খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রোহিঙ্গাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এমদাদুল হক জানান, আগুন নেভাতে গিয়ে আহম্মদ হোসেন (৫৫) ও রোহিঙ্গাদের হুড়োহুড়িতে তসলিম আক্তার (১০) নামে এক কিশোরী আহত হয়েছে।
 
 
 
আহতদের কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
 
ইত্তেফাক/অনি